বাংলাদেশ বিরোধীরা ভোল পাল্টে আবার ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে : মির্জা ফখরুল

Dec 14, 2025 - 15:06
Dec 14, 2025 - 15:08
 0  2
বাংলাদেশ বিরোধীরা ভোল পাল্টে আবার ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে : মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিরোধী শক্তি ভোল পাল্টে আবারও ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালের মতোই ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশ যখন গণতন্ত্রের উত্তরণের পথে এগোচ্ছে, তখন সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ব্যাহত করতে নানা চক্রান্ত চলছে। কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। ষড়যন্ত্র করে কখনও সফল হওয়া যায় না। উত্তরণের পথে দেশ এখন এগিয়ে চলেছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ এখন সিদ্ধান্ত নেবে- তারা গণতন্ত্র ও স্বাধীনতাকে বেছে নেবে, নাকি স্বাধীনতাবিরোধী শক্তিকে। তার মতে, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের বিপক্ষে শক্তির মধ্যকার নির্বাচন।

মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে, আবার নতুন কোনও ফ্যাসিস্টকে বসতে দেয়া যাবে না, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কোনও চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয়, দেশের মানুষই গণতন্ত্রের পক্ষে থাকবে এমন প্রত্যাশা আমাদের।

আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন একটি সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কোনও নেতা পাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow