আ. লীগ নিষিদ্ধ করে দ্রুত নেতাকর্মীদের বিচার চাইলেন হাসনাত আব্দুল্লাহ

Jan 30, 2025 - 08:27
 0  4
আ. লীগ নিষিদ্ধ করে দ্রুত নেতাকর্মীদের বিচার চাইলেন হাসনাত আব্দুল্লাহ
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং দলের নেতাকর্মীদের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন। 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবিটি তোলেন তিনি।

পোস্টে, হাসনাত দাবি করেন, ‘৫ আগস্টের গণ-অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যা করতো এবং গণহত্যার চেষ্টায় লিপ্ত হতো।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দ্রুত বিচার কার্যকর না করলে, এই সংগ্রামের শহীদের আত্মদান এবং আহতদের রক্ত বৃথা হয়ে যাবে।’

হাসনাত দাবি করেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত করে, দেশের সর্বত্র তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দ্রুতগতিতে কার্যকর করা হোক, অন্যথায় শহীদের আত্মদান এবং সহযোদ্ধাদের রক্তের মূল্য পাওয়া যাবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow