রাজাপুরে ৫ পরিবারকে হুমকি ও ভয়ভীতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Jan 30, 2025 - 16:00
 0  12
রাজাপুরে ৫ পরিবারকে হুমকি ও ভয়ভীতি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে ৫ পরিবারের লোকজনে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বিশ্বাসবাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ওই গ্রামের মৃত বিপুল বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাস লিখিত অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক জমিতে ৪ ভাইয়ের বাড়ীঘরসহ গাছ পালা ও পানের বরজ আছে। কিন্তু প্রতিপক্ষ দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আবতাব উদ্দিনের ছেলে আল আমিন বিশ্বাস তাদের দুর্বল অসহায় পেয়ে জোরপূর্বক জবর দখল পায়তারা করে আসছে।

জমিতে কাজ করতে গেলে নানা ভাবে বাধা দেয়া ও হুমকি দিয়ে আসছে। জমি তার দাবি করে জোর করে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ঘটনা মিমাংসার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ একাধিক উকিল দ্বারা সালিশি করলে তিনি সঠিক কাগজ পত্র দেখাইতে না পারায় সে পরিজিত হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ নিয়ে ঝালকাঠি জজ আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ আইন আদালতের তোয়াক্কা না করিয়া জমি অবৈধ ভাবে জবর দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে এবং খুন জখম হওয়াসহ গুরুতর ক্ষতির হুমকি দিচ্ছে। গভীর রাতে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও লোকজনের আনাগোনায় ওই বাড়ির ৫ পরিবারের বৃদ্ধ নারী শিশু ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হুমকি ও ভয়ভীতির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আল আমিন বিশ্বাস জানান, ক্রয়কৃত তার জমিতে ঘর উত্তোলনের কাজ করাচ্ছেন। বিরোধ থাকায় তাতের সাথে তিনি কথাও বলেন না। দীর্ঘদিন ধরে উল্টো তাকে নানাভাবে হয়রানি ও তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow