আনিস আলমগীরকে গ্রেপ্তার না দেখালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি

Dec 14, 2025 - 17:24
 0  1
আনিস আলমগীরকে গ্রেপ্তার না দেখালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর আনিস আলমগীরকে ডিবি অফিস থেকে নিয়ে মামলায় গ্রেপ্তার না দেখালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এক বিবৃতিতে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ‘গণমাধ্যমের সংবাদ থেকে জুলাই ঐক্য জানতে পেরেছে, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্য সন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি।

কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছাড়ানোর জন্য চাপ তৈরি করেছে।’
 
ইসরাফিল বলেন, ‘জুলাই ঐক্যের বক্তব্য স্পষ্ট, অবিলম্বে এই খুনিকে গ্রেপ্তার করতে হবে। শুধু আনিস আলমগীর নয়, যারা ভারতীয় অর্থে বাংলাদেশে তথ্যসন্ত্রাস করছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদের মধ্যে অন্যতম পান্না, আব্দুন নুর তুষার, এম আজিজ, শাহেদ আলম। যারা জুলাইকে অস্বীকার করে টকশোতে বসে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করে তুলে তারাও খুনি। তাদের বিচার না হলে বাংলাদেশে ভারতীয় প্রক্সিরা ধ্বংস হবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow