সিরাজগঞ্জে গভীর রাতে ডিসির কম্বল বিতরণ

Dec 16, 2024 - 11:22
 0  1
সিরাজগঞ্জে গভীর রাতে ডিসির কম্বল বিতরণ

গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল, রিকসা শ্রমিক ও দুস্থ নারী-পুরুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। শনিবার রাত ১১টার দিকে শহরের বাজার স্টেশন ও হাসপাতাল এলাকায় ঘুরে তিনি নিজ হাতে আড়াই শতাধিক মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।

কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিরসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুস্থদের শীত নিবারনে সরকার সাধ্যমত কম্বলসহ নানা শীতবস্ত্র বিতরণ করছে। শীত যতদিন থাকবে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় সরকারের পাশাপাশি বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow