সিরাজগঞ্জে কয়েক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড ৪ গ্রামের অর্ধশত বসতবাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৪ টি গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে বয়ে গেছে টর্নেডো। মাত্র কয়েক মিনিটে বয়ে যাওয়া টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালী গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে গাছপালা পড়ে গিয়ে গ্রামের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। রতনকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ধুল্লু ও গ্রামবাসীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার পর একপাশ থেকে কালো মেঘের মত ভেসে আসতে থাকে। এতে ৪টি গ্রামের অন্তত অর্ধশত বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। বেশকিছু গাছপালা রাস্তার ওপরে পড়ে যাওয়ায় এসব গ্রামের কয়েকটি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেকে গাছাপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন।
এদিকে, ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে। তৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেয়া হবে।
What's Your Reaction?






