জামালপুর থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Feb 16, 2025 - 16:20
 0  5
জামালপুর থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের ইসলামপুরের নিজ বাড়ি থেক রোববার ভোরের দিকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকাশ ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের শাহেন শাহ চৌধুরীর ছেলে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি পদে ছিলেন তিনি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ৫ আগস্টের পর থেকে আকাশ সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছিল। ডেভিল হান্ট অপারেশনের আওতায় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, ‘রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামি তিনি।’

সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে জামালপুর আদালতে তোলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow