৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলকে চমকে দিয়েছে বলিভিয়া। লা পাজে হওয়া ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে মিগুয়েল তেরসেরোসের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। ২০১৯ সালের পর ঘরের মাঠে এটাই ব্রাজিলের বিপক্ষে বলিভিয়ার প্রথম জয়।
এই জয় এবং ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে কলম্বিয়া হারানোয় বলিভিয়া জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে। আগামী বছরের মার্চে ছয় দলের এই প্লে-অফ অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ দুটি আসন। আসরটি বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
বলিভিয়ার লক্ষ্য এবার তাদের চতুর্থ বিশ্বকাপে খেলা, যদিও সর্বশেষ তারা মূলপর্বে খেলেছিল ১৯৯৪ সালে।
এদিকে কলম্বিয়ার হয়ে দুর্দান্ত এক রাত কাটান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেস। ভেনেজুয়েলার বিপক্ষে দলের ৬-৩ গোলের জয়ে তিনি একাই করেন চার গোল (৪২’, ৫০’, ৫৯’, ৬৭’ মিনিটে)। দলের বাকি দুই গোল করেন ইয়েরি মিনা (১০’) ও জন কর্ডোবা (৭৫’)।
এই জয়ে কলম্বিয়া বাছাইপর্ব শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। যা বলিভিয়ার প্লে-অফ নিশ্চিত করায় বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে এই ম্যাচ হেরে ব্রাজিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে পঞ্চম স্থানে। ব্রাজিলকে টপকে চতুর্থ স্থানে উরুগুয়ে ও দ্বিতীয় স্থানে উঠে গেছে ইকুয়েডর।
What's Your Reaction?






