ভাষা শহীদ সালামের গ্রামের বাড়িতে শ্রদ্ধা নিবেদন

Feb 21, 2025 - 15:52
 0  2
ভাষা শহীদ সালামের গ্রামের বাড়িতে শ্রদ্ধা নিবেদন
ছবি : সংগৃহীত

ভাষা শহীদ আবদুস সালামের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সালাম নগরে পুষ্পমাল্য অর্পণ করেছেন সাধারণ মানুষ। একুশের প্রথম প্রহর থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মো. বাতেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, বিএনপি নেতা কাজী সাইফুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এ স্থানটি বছরের অন্যান্য সময়ও উজ্জীবিত রাখার জন্য কিছু পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প বরাদ্দ পেলে কাজগুলো বাস্তবায়ন করা হবে।

ভাষা শহীদ সালামের ভাতিজা নুরে আলম বলেন, দীর্ঘদিন ধরে সালাম নগরে একটি শিশুপার্ক স্থাপন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আবদুস সালামের নামে তোরণ নির্মাণ, দাগনভূঞা জিরো পয়েন্টকে ভাষা শহীদ সালামের নামে নামকরণের দাবি জানিয়ে আসছি। প্রতিবারই এসব বিষয়ে শুধু আশ্বাস দেওয়া হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে এ দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যকর পদক্ষেপ কামনা করছি।

এ সময় মাতৃভাষা দিবস উপলক্ষ্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিন সকালে সালাম নগরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভাষা শহীদ সালামের পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ, পিএফজি দাগনভূঞা, দাগনভূঞা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, নব জীবন রক্তদান ফোরাম ফেনীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow