রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

Jan 9, 2025 - 12:42
 0  2
রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
ছবি : যমুনা টাইমস

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি

দীর্ঘদিন পর পর্দা উঠলো রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের। রাঙ্গামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন পিএসসি।

এ সময় রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ আবু সাদাৎ মোঃ সায়েমসহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ভোলকান ক্লাব ও বুড়িঘাট ইয়ুথ ক্লাব একে অপরের মোকাবেলা করছে। টসে জিতে প্রথমে ব্যাট করছে ভোলকান ক্লাব।

টুর্নামেন্টে রাঙ্গামাটি ১৮টিম অংশ গ্রহণ করবে। টিম গুলো হচ্ছে ক গ্রুপে ভোলকান ক্লাব, বুড়িঘাট ইয়ুথ ক্লাব, এডিসি হিল ওয়ারিয়র্স, ফ্রেন্ডস ২২ লিমিটেড, হিস্টেরি ক্রিয়েটর্স, সোনালী স্পোটিং ক্লাব, হিল ক্রিকেট একাডেমী, পাইওনিয়ার ক্লাব, ক্লাব আরজিটি।

খ গ্রুপে ইয়াং রাঙ্গামাটি, টিম লিজেন্ডস, আনসেপারেটেড ক্লাব, বাংলা বয়েজ স্পোটিং ক্লাব, আগামী সংঘ ক্লাব, রাইজিং ক্রিকেটার্স একাডেমী, আরাফত রহমান কোকা ক্রীড়া সংসদ, ভিক্টোরি ক্লাব, অগ্রযাত্রা। আগামী ২২ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow