দেশের অর্থনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা ও তার পরিবার : জামায়াতের আমীর

Jan 4, 2025 - 16:58
 0  1
দেশের অর্থনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা ও তার পরিবার : জামায়াতের আমীর
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার সরকার ও তার আত্মীয়-স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্টিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা ব্যাংকের টাকা লোপাট করেছে। শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

জামায়াতের আমীর বলেন, ‘দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনার পরিবার। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে আমি আর মামু মিলে দেশটাকে ফোকলা করেছে হাসিনার পরিবার।’

এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি।

দেশবাসীর কা‌ছে চার‌টি অনুরোধ জা‌নিয়ে‌ জামায়াত আমীর বলেন, দেশবাসীর স্বার্থ সংরক্ষণের লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন। আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য ও সমর্থন চাই। এ লড়াই‌য়ে আপনাদেরকে পাশে চাই। এ লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। এবং সাংবাদিক বন্ধুদের এ লড়াইয়ে অংশীদার হিসেবে দেখতে চাই।

এর আগে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, এমন একটা দেশ কি আপনারা চান? যে সমাজে চাঁদাবাজি থাকবে না, যে সমাজে ঘুষখোর থাকবে না, যে সমাজে দখল বাণিজ্য চলবে না, মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না। তার জন্য লড়াই করতে হবে। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে।

‘‘যত দোষ নন্দ ঘোষ’, সব করেছে জামায়াতে ইসলামী মন্তব্য করে জামায়াত আমীর বলে‌ন, যারা ধর্মের বিভাজন তৈরি করে, মেজরিটি, মাইনরিটি করে তারাই আপনাদেরকে বড় কষ্ট দিয়েছে ৫৩ বছর। আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নয়। অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোনো কিছু হলে যত দোষ,নন্দ ঘোষ। সব করেছে জামায়াতে ইসলামী। কিন্তু একটাও প্রমাণ করতে পারে নাই।’’

ডা. শফিকুর রহমান বলে‌ন, ‘ওরা নারী-পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশের মহিলারা বিপদে পড়বে। আমি ব‌লি কেন বিপদে পড়বে? মহিলারা তো মায়ের জাতি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্য। তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমাদের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগ সব মিথ্যা।’

জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দারের সঞ্চালনায় এবং আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow