এবার খালেদা জিয়াকে নিয়ে আবেগি পোস্ট করলেন ‘গরম পানি’ ঢালার পরামর্শদাতা অরুণা

Jan 8, 2025 - 18:57
 0  2
এবার খালেদা জিয়াকে নিয়ে আবেগি পোস্ট করলেন ‘গরম পানি’ ঢালার পরামর্শদাতা অরুণা
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চলাকালে সরাসরি ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এমনকি ‘আলো আসবেই’ নামের বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি’ ঢেলে দেওয়ার পরামর্শও দিতে দেখা যায় তাকে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গোপনে দেশত্যাগ করেন এই অভিনেত্রী।

এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের দীর্ঘদিন পর সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন ‘মা, আর সন্তান এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্ত।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শও দিয়েছিলেন এ অভিনেত্রী। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার এ দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। শেখ হাসিনার সরকার পতনের পর কানাডা চলে যান এ অভিনেত্রী।

উল্লেখ্য, উন্নত চিকিৎসা জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান পুত্র তারেক রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow