এফডিসিতে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ নায়িকাকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। দুপুরে সেখানেই হবে তার জানাজা। বিষয়টি জানিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি বলেন, অঞ্জনা আপার মরদেহ শনিবার বাদ যোহর এফডিসিতে নেয়া হবে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা। পরে সেখানেই হবে প্রথম নামাজে জানাজা। এফডিসি থেকে অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।
What's Your Reaction?