নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন রুনা খান

Dec 5, 2024 - 23:13
 0  5
নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন রুনা খান
রুনা খান। ছবি : ফেসবুক থেকে নেওয়া

বয়সকে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। নিজের ফ্যাশনসেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। 

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের কথা।

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোষাকেও হাজির হন রুনা খান। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকেই নজর কাড়তে পারেন ভক্তদের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদা কন্যার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে।

বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি।

রুনা বলেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow