চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নেতৃত্বে কে জানাল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় দলের নেতৃত্ব নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানান, ইনজুরির কারণে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আপাতত দলের বাইরে থাকলেও সুস্থ হয়ে ফিরলে তাকে আবার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হবে।
২০২৩ সালের শুরুতে তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। যদিও তার অধিনায়কত্বে দল ভালো ফল করেছে, তবে ব্যাট হাতে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে শান্ত সেভাবে সফল হতে পারেননি। এর ফলে তার নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা তৈরি হয়।
ফারুক আহমেদ বলেন, শান্ত দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। আমরা শুরু থেকেই মনে করেছিলাম সে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এখন আমরা তার অধিনায়কত্ব না নেয়ার কোনো কারণ দেখছি না।
যদিও ওয়ানডে ও টেস্টে শান্তর নেতৃত্ব বহাল থাকবে, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার নেতৃত্বে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি সভাপতি এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, টি-টোয়েন্টিতে শান্ত স্বাচ্ছন্দ্যবোধ করছে না। সেই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক নিয়ে চিন্তা করেছি। তবে টি-টোয়েন্টি সিরিজ এখনও বেশ দূরে।
টি-টোয়েন্টি অধিনায়কত্বে লিটন দাসের সম্ভাবনার কথা উঠলে ফারুক আহমেদ বলেন, লিটন দাস সাম্প্রতিক সফরে ভালো অধিনায়কত্ব করেছে। যদিও ব্যাট হাতে তার ফর্ম আশানুরূপ নয়, তবু তার নেতৃত্বের দক্ষতা ও ক্রিকেটীয় মেধা উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, অধিনায়কত্ব এবং ব্যাটিং ফর্মের মধ্যে সরাসরি সম্পর্ক নেই। লিটন দায়িত্ব পাওয়ার পর নিজেকে ভালোভাবে মেলে ধরেছে। আশা করি, সে খুব দ্রুত ফর্মে ফিরবে। টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচনের সময় সে নিশ্চিতভাবেই বিবেচনায় থাকবে।
What's Your Reaction?