২০২৪ সালে দুর্ঘটনায় নিহত ৯২৩৭ জন
২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন। গত বছর রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন, নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত হন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। নিহতের হার বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
গত বছর দুর্ঘটনায় পতিত ৯ হাজার ৭১৭টি যানবাহনের মধ্যে ১৩ দশমিক ৪৫ শতাংশ বাস, ২৩ দশমিক ৩৩ শতাংশ ট্রাক-পিকাআপ-কাভার্ডভ্যান ও লরি, ৬ দশমিক ২১ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৫ দশমিক ৫৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২৭ দশমিক ৪৮ শতাংশ মোটরসাইকেল, ১৬ দশমিক ৫৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক রয়েছে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সংগঠিত দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২১ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৫ দশমিক ৮১ শতাংশ ফিডার রোডে সংগঠিত হয়েছে।
এ ছাড়া দেশে সংগঠিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৯৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ২০ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে, শূণ্য দশমিক ৭৩ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।
বিগত বছরের চেয়ে বিদায়ী বছরে ছোট যানবাহনের সংখ্যা বাড়ায় ও এসব যানবাহন অবাধে চলাচলের কারণে ফিডার রোডে ৭ দশমিক ৩১ শতাংশ, জাতীয় মহাসড়কে শূণ্য দশমিক ৮১ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে শূণ্য দশমিক শূণ্য ৯ শতাংশ, রেলক্রসিংয়ে শূণ্য দশমিক শূণ্য ৫ শতাংশ সড়ক দুর্ঘটনা বেড়েছে। তবে এবার ঢাকা মহানগরীতে ১ দশমিক ৩৯ শতাংশ এবং আঞ্চলিক মহাসড়কে ৬ দশমিক ৭৫ শতাংশ দুর্ঘটনা কমেছে।
What's Your Reaction?