মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শর্য্যায় উন্নিত করনের দাবিতে মানববন্ধন

জসিম উদ্দিন, মোংলা
দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে একশ শয্যায় উন্নিত করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকালে মোংলা পোট পৌরসভার সামনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটনি জেনারেল এডভোকেট মোঃ মনিরুজ্জামান। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিসহ সকল শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে অংশনেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯১ সালে ৩১ শয্যা বিশিষ্ট মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যক্রম শুরু হয়। এর পর এটি ৫০ শয্যায় উন্নিত হয়। কিন্তু প্রায় পোনে দুইলক্ষ স্থানীয় ও দেড় লক্ষ অস্থায়ী বাসিন্ধা মোংলায় বসবাস করেন। এদের চিকিৎসা সেবার মৌলিক চাহিদা পুরনের জন্য দ্রুত সময়ের মধ্যে এ হাসপাপতালকে একশত শয্যায় উন্নিত করন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়োগের দাবি জানানো হয়।
What's Your Reaction?






