ঘুষ নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনায় দুই পুলিশ প্রত্যাহার

May 26, 2025 - 18:09
 0  18
ঘুষ নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনায় দুই পুলিশ প্রত্যাহার
ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মাদক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার এএসআই ও কনস্টেবলের বিরুদ্ধে। এ অভিযোগে তাদের রংপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারপ্রাপ্তরা হলেন, এএসআই (নিরস্ত্র) রনি মিয়া এবং কনস্টেবল তরিকুল ইসলাম।

পুলিশের একটি সূত্র জানায়, গত রবিবার রাতে হারাগাছ থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বের হন।

রাতেই হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। তবে বিষয়টি ওসিকে না জানিয়ে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে ওই মাদককারবারিকে ছেড়ে দেন তারা। আর থানার ওসি রাতেই বিষয়টি অবগত হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পেয়ে এএসআই রনি ও কনস্টেবল তরিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি আরো তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। এএসআই (নিরস্ত্র) রনি মিয়া বলেন, মাদককারবারিকে ছেড়ে দেওয়া হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে দেখে পালিয়ে যায়। পরে ওসিকে জানানো হয়নি, এটাই অপরাধ।
 
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, অপরাধ যে করবে তার শাস্তি হবে। এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান জানান, সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনায় হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow