চুনারুঘাট সীমান্তে ১৯ নারী-পুরুষকে পুশইন করল বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেলেঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ১৯ জন নারী-পুরুষকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) সকালে তাদের আটক করে বিজিবি। আটককৃত সবাই বাংলাাদেশি নাগরিক।
আটককৃতরা হলেন- লোকমান হোসেন (৬৫), কিসমন বেগম (৫৪), ইসলাম মিয়া (২৬), ইসমাইল মিয়া (২৪), আফরোজা খাতুন (২৯), জেসমিন বেগম (২৩), রেশমা আক্তার (৫), কাকলি বেগম (২২), - শাহজাহান মিয়া (২) নিলুফা খাতুন (১১) ও ফুলবাড়িয়া উপজেলার ওবায়দুর রহমান (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন আক্তার (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা বেগম (৪০), আলম মিয়া (২১ ), রবিউল মিয়া (১৪), ছখিনা বেগম (৬০), নিফা আক্তার (১৯)।
বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ২ শিশু ও ৮ জন পুরুষ রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা ২০১৫ সাল থেকে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন বলে জানান। সকালে কেলেঙ্গা সীমান্তের আওতাধীন ৯৮ পিলারের নিকট তাদের ছেড়ে দেয় বিএসএফ। পরে তাদের দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের আটক করে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর দুপুরে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও দুইজন শিশু। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ করবে।
এ ব্যাপারে ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, ১৯ জনকে জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশি নাগরিকদের পুশইন করার ঘটনা ঘটেছে। যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। এদিকে, জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ করার ঘটনায় চুনারুঘাটের ৭টি সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
What's Your Reaction?






