ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধন

Apr 17, 2025 - 00:13
 0  7
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধন
ছবি : সংগৃহীত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে রমজান আলী বাদি হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া এলাকায় রমজান আলীর রোপনকৃত ২শত ২০টি পেঁপে গাছ তারই ভাই-ভাতিজা উপড়ে ফেলে ক্ষতি সাধন করে। খোঁজ পেয়ে বাঁধা দিলে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন চিল্লা-ফাল্লা করে প্রকাশ্য খুন, গুম করার হুমকী দেয়।

স্থানীয় এছহাক আলী বলেন, গত কয়েকদিন আগেও এ জমিতে পেঁপে গাছ ছিলো কিন্তু হঠাৎ করে সকালে দেখি একটাও পেঁপে গাছ নেই। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে শুনেছি এ জমি নিয়ে অনেক দিন ধরে মামলা চলছে। 

আরেক প্রতিবেশী জাহানারা বলেন, পেঁপে গাছ গুলো বেশ বড় হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি একটাও পেঁপে গাছ নেই। শুনেছি এগুলো আজাহার, কাজল করেছে। তাদের সাথে অনেক দিন ধরে এই জমি নিয়ে মামলা চলে আসছে। 

অভিযোগকারী রমজান আলী বলেন, আমার ২শত ২০টি পেঁপে গাছ ছিলো। জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন এ কাজ করেছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে আজাহার বলেন, তাদের সাথে জমি নিয়ে আমাদের মামলা চলছে। এখন তারা আমাদের সন্দেহ করছে। পেঁপে গাছ কে কাটছে তা আমরা জানি না। তবে গতকাল পেঁপে গাছ ছিল, আজ দেখি নাই।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow