সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ

Dec 6, 2024 - 11:32
 0  4
সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ
ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। 

পরে সেখানে আরও তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। 

তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারির সঙ্গে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যায়। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারির অভিযোগে পুলিশের কাছে গ্রেফতার হয়ে জেল খেটেছেন।

এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান জানান, উদ্ধারকৃত মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। 

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow