বিভিন্ন আয়োজনে কুড়িগ্রামে ভূমি মেলা ২০২৫ উদযাপন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
"নিয়মিত ভূমি উন্নয়ন কর আদায় করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বিভিন্ন আয়োজনে ভূমি মেলা-২০২৫ উদযাপন শুরু করেছে জেলা প্রশাসন।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সরকার ভূমি ব্যবস্থা স্বয়ংক্রিয় করছে, যার ফলে ভোগান্তি কমে এসেছে। কুড়িগ্রাম জেলা নদীর আধিক্য এবং নদী ভাঙ্গনের কথা উল্লেখ করে তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় নিয়মিত দিয়ারা জরিপ করা উচিত। এতে করে জমিজমা নিয়ে জটিলতা অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, ১৬১২২ নম্বরে ডায়াল করলেই ভূমি বিষয়ক পরামর্শ ও সেবা পাওয়া যায়। এছাড়া land.gov.bd তে ক্লিক করলেও ওয়েবসাইটে ভূমি বিষয়ে সেবা মেলে। কিন্তু অনেকেই এই বিষয়ে অবগত নয় বলেই এসব অটোমেশনের আওতায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক অন্যান্য কর্মকর্তাদের নিয়ে উপজেলা (সদর) ভূমি অফিস চত্বরে গিয়ে তিনি ফিতা কেটে "ভূমি আড্ডা" ও সুবিধাভোগীদের জন্য "গণশুণানি কাচারি ঘর" উদ্বোধন করেন এবং ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সে সময় ভূমি আড্ডা ও গণশুণানিতে আগত সেবাপ্রার্থীগণের বিভিন্ন সমস্যা শুনেন এবং সে অনুযায়ী দ্রুত সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
What's Your Reaction?






