ঘোড়াঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ফাহিম হোসেন রিজু , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫০ পিস ইয়াবাসহ নগদ পাঁচ বছর টাকা।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় পৌরশহরের ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন, পৌরশহরের ২নং ওয়ার্ডের সুজন (২৬), পারভেজ (২৭) এবং রানা মিয়া (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি জানান, গোপন সংবাদের মাধ্যমে পৌরশহরের ইসলামপুর রানার ফার্নিচারের সামনে ওই তিনজন ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এসময় সুজনের কাছে ২০ পিস ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা, পারভেজের কাছে ১৫ পিস এবং রানার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা প্রত্যেকেই মাদক কারবারের সাথে সক্রিয় ভাবে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনকে আসামি করে ইজাহার দায়ের করা হয়েছে।
What's Your Reaction?