সাদুল্যাপুরে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের অভিযোগ, সংবাদ সম্মেলন

Sep 4, 2025 - 22:14
 0  6
সাদুল্যাপুরে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের অভিযোগ, সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে বনগ্রাম ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পকেট কমিটি গোপনে গঠনের চেষ্টা ও সমাবেশে হামলা করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন বিএনপি'র একাংশের নেতারা।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সাদুল্যাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বনগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম রাজু তার লিখিত বক্তব্য বলেন, ইতি মধ্যে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনিয়মের মাধ্যমে ফ্যাসিসদের পূর্ণবাসন করে কমিটির গঠন করেছে। এদিকে বনগ্রাম ইউনিয়নে এখন পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়নি। এরই মধ্যে জেলা বিএনপির সভাপতির নির্দেশে ও উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামসুল এবং সদস্য সচিব আব্দুস সালাম মিয়া ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য বনগ্রাম ইউনিয়নে গোপনে পকেট কমিটি গঠনের পায়তারা করে আসছে। এরই প্রতিবাদে ও বনগ্রামে কাউন্সিলের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে গত ৩১ আগস্ট সমাবেশের আয়োজন করা হয়। এদিন সাদুল্যাপুর শহীদ মিনার চত্বরে আমরা জমায়েত হলে ছামছুল হাসান ছামছুল ও আব্দুস সালাম মিয়া নির্দেশে তাদের অনুসারীরা সমাবেশ স্থলে হামলা করে। এ সময় মাইক ভাঙচুর করা সহ নেতাকর্মীদের লাঞ্ছিত করেছে। শুধু তাই নয় এই হামলাকারীদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে বনগ্রাম ইউনিয়ন বিএনপি'র সুলতান সরকার, শাহজাহান মিয়া ও মকবুল হোসেনসহ পুলিশ সাংবাদিক গুরুতর আহত হন।

এসময় এ ঘটনার সুষ্ঠু বিচারসহ বনগ্রাম ইউনিয়নে স্বচ্ছভাবে কমিটি গঠনের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন, বনগ্রাম ইউনিয়ন বিএনপির  শাহ আরম মিয়া, সৈয়দ মজনু মিয়া, দেলওয়ার রহমান, আব্দুল হামিদসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow