ঘোড়াঘাটে পুলিশের হাতে ‘ভুয়া ডিবি’ পুলিশ আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর ঘোড়াঘাটে আতউর রহমান (৩০) নামের একজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯ টায় ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহন থেকে তাকে আটক করা হয়।
আটক ভুয়া ডিবি পুলিশ ঠাকুরগাওয়ের রানীশৈংকল উপজেলার শিডলি গ্রামের বুলু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, আটক আতাউর রহমান ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে নিজেকে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। দিনাজপুর ডিবি পুলিশ অবগত হওয়ার পর বিষয়টি ঘোড়াঘাট থানাকে অবগত করেন। পরে গতকাল রাতে আতাউর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী বেশে যাওয়ার খবর পেয়ে ঘোড়াঘাট থানার ৩ জন এস আই আহনাফ, মনিরুজ্জামান, শফি ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে রাহাবার পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছে থেকে একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয় থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজকে সকালে আটক আতাউরকে দিনাজপুর ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
What's Your Reaction?






