কালিয়াকৈরে প্রথম বাণিজ্য মেলার উদ্বোধন, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শাকিল হোসেন, গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো আয়োজিত পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ মেলার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি স্থানীয়দের নতুন এক বিনোদনের সুযোগ এনে দেবে।
মাসব্যাপী এ মেলায় থাকছে বিভিন্ন পণ্যের প্রদর্শনী, শিশুদের রাইড, ট্রেন, ভূতের বাড়ি, মরণকূপসহ নানা আয়োজন। দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে নামাজের জায়গা, শিশুদের মায়ের দুধ খাওয়ানোর কক্ষ, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাসহ সিসি ক্যামেরা।
উদ্বোধনের দিন বিকেল থেকেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শকরা জানান, কালিয়াকৈরে এমন আয়োজন আগে কখনও হয়নি। উদ্বোধন উপলক্ষে সেদিন প্রবেশ মূল্য ছিল সম্পূর্ণ ফ্রি, ফলে সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণ রূপ নেয় উৎসবে।
আয়োজকরা জানিয়েছেন, পুরো এক মাসব্যাপী মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা থাকছে। তারা আশা করছেন, এ মেলা কালিয়াকৈরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও নতুন দিগন্ত উন্মোচন করবে।
What's Your Reaction?






