আশুলিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় রূপায়ন বটতলা এলাকায় স্ত্রী আখী আক্তার (২৫) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী হৃদয় (৩২) কে আটক করে থানা পুলিশ । এলাকাবাসী আটক করে পুলিশের সোপর্দ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত সে শরীয়তপুর জেলার ড্যামুডা থানার বুড়িরহাট এলাকার বাসিন্দা মোঃ হৃদয়। নিহত আখী আক্তার (২৫) একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে হৃদয় আশপাশের ভাড়াটিয়াদের জানায় তার স্ত্রী রাতে মারা গেছে। তাই তিনি তার স্ত্রীর মরদেহ বাড়ি নিয়ে যেতে চান। এ সময় তিনি তার স্ত্রীকে গোসল করি দিতে বলেন। পরে আশপাশের লোকজন তার স্ত্রীর লাশ গোসল করাতে গেলে তারা লাশের গলায় কালো দাগ দেখতে পান। পরে স্থানীয়রা তাকে গোসল না করিয়ে স্বামীকে আটক করে পুলিশে খবর দেন।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ঘটনাস্থলে পৌছে নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।
What's Your Reaction?






