খালের বাঁধ কেটে যুবদল নেতার মাটি বিক্রির ব্যবসা

Dec 30, 2024 - 17:17
 0  1
খালের বাঁধ কেটে যুবদল নেতার মাটি বিক্রির ব্যবসা
ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে একটি খালে বাঁধের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মঞ্জিল হোসেনের বিরুদ্ধে। মনিয়ারী লাও ভাঙ্গা খালের বাঁধের মাটি বিক্রি করছেন তিনি। এতে বন্যার সময় এলাকায় আবাদি জমি জলাবদ্ধতার ঝুঁকিতে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

মঞ্জিল হোসেন মনিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তাঁর পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। মাটি কাটতে নিষেধ করলেও মঞ্জিল তা মানছেন না বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

জানা গেছে, উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড়, ভাদালিয়া মস্কিপুর মাঠের পানি নিষ্কাশনের পথ লাও ভাঙ্গা খাল। এটি আত্রাই-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের লাও ভাঙ্গা কালভার্ট থেকে মনিয়ারীর পাশ দিয়ে পতিসর নাগর নদীতে মিলিত হয়েছে। খালটি ভরাট হয়ে গেলে ১০-১২ বছর আগে খনন করে দু’পাশে বাঁধ নির্মাণ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গত মঙ্গলবার থেকে দিঘীরপাড় গ্রামের যুবদল নেতা মঞ্জিল হোসেন এক্সক্যাভেটর দিয়ে বাঁধ কেটে ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন। বাঁধ জমিসমান করে কেটে নিয়ে যাচ্ছেন। এতে বন্যা মৌসুমে সামান্য ঢলের পানি এলেও মাঠে প্রবেশ করে ফসল নষ্ট হবে। বাঁধটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, বাঁধের মাটি কেটে বিক্রির খবর পেয়ে সেখানে গ্রামপুলিশ পাঠিয়ে বন্ধ করার কথা বলা হয়েছে। তারপরও মাটি কাটা অব্যাহত রেখেছেন তিনি।

মঞ্জিল হোসেন নিজেকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি দাবি করে বলেন, সে সময় জমি ভরাট করে মাটি ফেলেছিল ঠিকাদাররা। এতে জমি ভরাট হয়ে গেছে। এ কারণে দুই-আড়াই হাত রেখে বাঁধের মাটি কেটে নিচ্ছেন। প্রতি ট্রাক্টর মাটি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছেন তিনি।

এ বিষয়ে ইউএনও মো. কামাল হোসেন বলেন, খালের বাঁধ কেটে নিয়ে যাচ্ছে এমন তথ্য কেউ জানায়নি। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow