সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

Jul 9, 2025 - 19:06
 0  4
সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আশা করছি আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জেও স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা নির্মিত হচ্ছে। আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জ জেলায় ছাত্র-জনতা ও পুলিশসহ নিহত হন ২৯ জন মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow