ধর্ষণের অভিযোগের পর বরিশালে ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 26, 2025 - 15:13
 0  23
ধর্ষণের অভিযোগের পর বরিশালে ছাত্রদল নেতাকে বহিষ্কার
ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সবুজের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ধর্ষণের অভিযোগের তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরে রোববার এই আদেশ আসে।

এর আগে গত ১৯ মে সবুজের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা। ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য নগরীর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার পর বাদী ও ভুক্তভোগী অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে বাদীর আইনজীবী কামরুজ্জামান অভিযোগ করেছেন।

তবে মামলার দুদিন পর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সবুজ আকন দাবি করেন, পাওনা টাকা ও জমি নিয়ে বিবাদের সূত্র ধরে ধর্ষণ মামলা করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, আদালতের নির্দেশনা তিনি এখনও পাননি। পেলে আদেশ মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow