তল্লাশিতে কোনো বোমা মেলেনি, ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত

শাহজালাল বিমানবন্দরে ঢাকা-কাঠমাণ্ডু বিজি-৩৭৩ ফ্লাইটের তল্লাশি শেষ কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৩ এ বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।
এর আগে, তাৎক্ষণিকভাবে ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনা স্থলে আসে। পরবর্তীতে র্যাব এর বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সাথে যোগদিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করেন। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়।
What's Your Reaction?






