লালমনিরহাটে থানা ভাংচুর, বিএনপির দুই নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম থানায় দুই সাজাপ্রাপ্ত চাঁদাবাজ আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে সংগঠনের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বি এবং পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর মুস্তাজির চপল।
উপজেলা বিএনপি প্রথমে দায় অস্বীকার করলেও জেলা বিএনপি তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত গ্রহণ করে।
শুক্রবার লালমনিরহাট জেলা বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর মুস্তাজির চপলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে, কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, "পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বিকেও একই ধরনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।"
দুই বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের ব্যক্তিগত কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল বহন করবে না। পাশাপাশি, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?






