ভোলায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা।
সোমবার সকালে চাচড়া ইউনিয়ন পরিষদ মাঠে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সহসভাপতি কুট্টি মিয়া, সদস্য ফজলুল হক, ইউনিয়ন যুবদল নেতা মো. মোফাজ্জল হোসেন সিকদার, নোমান পাঞ্চায়েত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মির্জা, সাধারণ সম্পাদক সবুজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুয়েল আয়মান প্রমুখ।
বক্তারা বলেন, ইব্রাহীম হাওলাদার দলের ত্যাগী পরীক্ষিত সৈনিক। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বহু হামলা-মামলার শিকার হয়েছেন তিনি। তাই ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ৪ জুলাই ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
What's Your Reaction?






