সীমান্ত এলাকায় অভিযানে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

May 7, 2025 - 19:00
 0  3
সীমান্ত এলাকায় অভিযানে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ
ছবি : সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট এবং মদ আটক করে বিজিবি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow