নির্বাচন বিলম্ব হয়, এমন কোনো সংস্কার মানবে না বিএনপি : ফারুক

May 7, 2025 - 18:55
 0  3
নির্বাচন বিলম্ব হয়, এমন কোনো সংস্কার মানবে না বিএনপি : ফারুক
ছবি : সংগৃহীত

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচনের বিলম্ব হয়—এমন কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তিনি।

ফারুক বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এমন কোনো সংস্কারে হাত দেয়া যাবে না, যাতে নির্বাচন বিলম্বিত হয়।

রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। রোববার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া করিডরের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনকে করিডর দেয়া হবে কি না।

অন্যদিকে প্রেসক্লাবে আয়োজিত অন্য একটি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব।

সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন। বক্তারা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow