১৫ মে থেকে পাওয়া যাবে রাজশাহীর আম

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম।
বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে বিষমুক্ত, নিরাপদ ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে চাষিদের জন্য জাতভিত্তিক সময়সূচি নির্ধারণ করা হয়।
চূড়ান্ত সূচি অনুযায়ী, ১৫ মে থেকে গুটি জাতের আম পাড়া যাবে। এরপর ২০ মে গোপালভোগ, ২৫ মে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে হিমসাগর বা খিরসাপাত, ১০ জুন ল্যাংড়া, ১৫ জুন ফজলি ও আম্রপালি, ৫ জুলাই বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা এবং ১৫ জুলাই গৌড়মতি আম নামাতে পারবেন চাষিরা। কাটিমন ও বারি-১১ জাতের আম পাওয়া যাবে সারা বছর।
চলতি মৌসুমে রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। আর সম্ভাব্য বিক্রির পরিমাণ প্রায় ১ হাজার ৬৯৫ কোটি টাকা।
জেলা প্রশাসক জানান, কোনো দুর্যোগ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে চাষিরা আগাম আম পাড়তে পারবেন।
রাজশাহীর সুস্বাদু আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি পেয়েছে। এবারও গুণগত মান বজায় রেখে আম বাজারজাতের লক্ষ্যে প্রশাসন তৎপর রয়েছে।
What's Your Reaction?






