অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুই দুর্ধর্ষ ডাকাত আটক

Aug 6, 2025 - 23:09
 0  4
অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুই দুর্ধর্ষ ডাকাত আটক
ছবি : সংগৃহীত

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের দূর্ধর্ষ ডাকাত আসাবুল বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে কোস্টগার্ড এর কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে  শিবসা নদী হয়ে সুন্দরবনে প্রবেশ করছে।

প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়।

আটককৃত ডাকাত মোঃ বাদশা গাজী ও মেহেদী হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান এ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow