সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র্যালি

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসি বাদের পতনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে সিরাজদিখান উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে বিজয় র্যালিটি সিরাজদিখান বাজার হয়ে উপজেলা বাস স্ট্যান্ড মোড় সংলগ্ন সিরাজদিখান উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নেতৃত্বে বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাকসুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোঃ রাসেল, যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন জয়।
আরও উপস্থিত ছিলেন, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ নাঈম, মোঃ আশিকসহ উপজেলা এবং উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






