বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ফেরদৌস ইসলাম রোমান (২৪) ও মিন্টু শিকদার (২৫) নামের দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিদেরকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, সোমবার (১৪ এপ্রিল) বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ এর নির্দেশনায় মাদক, অস্ত্র, জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বাগেরহাট সদরের মাজার মোড় এলাকা থেকে তাদের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি করে ৬০০ গ্রাম (ছয়শত)গাঁজাসহ রোমান ও মিন্টু কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, ছয়শত গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদেরকে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক, অস্ত্র, জুয়া বিরোধী অভিযান অব্যহত আছে।
What's Your Reaction?






