যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Aug 13, 2025 - 13:11
 0  1
যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে একদল দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। পরে সেখানে তাদের সঙ্গে চা পান শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। 

তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow