মাদারীপুরে সাংবাদিকসহ তিন ভাইকে কুপিয়ে জখম

Aug 7, 2025 - 00:01
Aug 7, 2025 - 00:02
 0  3
মাদারীপুরে সাংবাদিকসহ তিন ভাইকে কুপিয়ে জখম
ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পূর্ব পরিকল্পিতভাবে 'দৈনিক আমার বার্তার' জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (৬ জুলাই) দুপুরে পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতের পরিবার ও পুলিশ জানায়, সকাল পৌনে ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে একটি বিজয় মিছিল নিয়ে শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় আসলে মিছিল থেকে কয়েকজন দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে আসলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আহত মিলন মুন্সি জানান, আমার ভাইকে অস্ত্র দিয়ে কোপাচ্ছিল সন্ত্রাসীরা। পরে আমি ও আমার আরেক ভাই তাকে বাঁচাতে গেলে আমাদের কুপিয়ে জখম করা হয়। আমি অনেকেই চিনি। আপাতত তাদের নাম বলবো না। তবে তাদের নামে মামলা করা হবে। এ ঘটনায় আমার আরেক ভাই শ্রমিকদলের নেতা সেলিম মুন্সি দূরে থাকায় তাকে কোপাতে পারেনি।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আরেক ভাই। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।

এদিকে, সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলায় ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow