মাদারীপুরে সাংবাদিকসহ তিন ভাইকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পূর্ব পরিকল্পিতভাবে 'দৈনিক আমার বার্তার' জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (৬ জুলাই) দুপুরে পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতের পরিবার ও পুলিশ জানায়, সকাল পৌনে ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে একটি বিজয় মিছিল নিয়ে শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় আসলে মিছিল থেকে কয়েকজন দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে আসলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে আহত মিলন মুন্সি জানান, আমার ভাইকে অস্ত্র দিয়ে কোপাচ্ছিল সন্ত্রাসীরা। পরে আমি ও আমার আরেক ভাই তাকে বাঁচাতে গেলে আমাদের কুপিয়ে জখম করা হয়। আমি অনেকেই চিনি। আপাতত তাদের নাম বলবো না। তবে তাদের নামে মামলা করা হবে। এ ঘটনায় আমার আরেক ভাই শ্রমিকদলের নেতা সেলিম মুন্সি দূরে থাকায় তাকে কোপাতে পারেনি।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার আরেক ভাই। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।
এদিকে, সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলায় ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।
What's Your Reaction?






