ময়মনসিংহে পরীক্ষার্থীদের ওএমআর শিট পূরণ করে দেয়া ২ শিক্ষক কারাগারে

Jul 18, 2025 - 13:50
 0  2
ময়মনসিংহে পরীক্ষার্থীদের ওএমআর শিট পূরণ করে দেয়া ২ শিক্ষক কারাগারে
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

এইচএসসি পরীক্ষা চলাকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অফিসকক্ষে বসে শিক্ষার্থীদের ওএমআর শিট পূরণের ঘটনায় আটক দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয় বলে জানান তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান।

কারাগারে যাওয়ারা হলেন- ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা এবং গণিতের প্রভাষক মো. হাবিবুর রহমান। তাদের মধ্যে জয়নাল হল সুপার এবং হাবিবুর পরীক্ষা কমিটির সদস্য ছিলেন।

এর আগে সকালে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরাইয়া উপস্থিতিতে ওই কলেজ থেকে তাদের আটক করা হয়।

ওসি টিপু সুলতান বলেন, ১৩ জুলাই এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে অফিসকক্ষে বসে শিক্ষার্থীদের ওএমআর খাতার বৃত্ত ভরাট করে দেন ওই দুই শিক্ষক।

পরে পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলী চৌধুরী ইউএনও বরাবর ওই দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ইউএনও জাকির হোসাইন বলেন, সিসিটিভির ভিডিও ফুটেজের মাধ্যমে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের আটক করা হয়। এ ছাড়া কেন্দ্র সচিবকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

ওসি টিপু সুলতান বলেন, আটক দুই শিক্ষকের বিরুদ্ধে ওই কলেজের অধ্যক্ষ বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow