নগরকান্দা টিটিসিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অধ্যক্ষ অবরুদ্ধ

Aug 7, 2025 - 22:41
 0  2
নগরকান্দা টিটিসিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অধ্যক্ষ অবরুদ্ধ
ছবি সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠানটির দুই শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমারের বহিষ্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন এবং অধ্যক্ষ অলোক কুমার সাহার কক্ষে তালা মেরে তাকে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমার দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ করে আসছেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সুবিধা দিতে ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ উঠেছে।

খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ধীরে ধীরে বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে টিটিসির অধ্যক্ষ অলোক কুমার সাহা বলেন, “শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছে, তা পুরোপুরি সত্য নয়। তবে যেহেতু অভিযোগ উঠেছে, তাই দুই শিক্ষককে আপাতত প্রতিষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীদের বক্তব্য শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয় এবং অবরোধ তুলে নেয়।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow