জয়পুরহাটে পুকুরে মাছ মারতে নেমে যুবকের মৃত্যু

Apr 12, 2025 - 17:29
 0  8
জয়পুরহাটে পুকুরে মাছ মারতে নেমে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি

মোঃ মেহেদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া এলাকায় সরকারী খাস পুকুরে মাছ ধরার সময় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম মনোয়ার হোসেন (৩২), তিনি কালাই উপজেলার পুনট পূর্বপাড়ার আফতাব আলীর পুত্র। মৃত মনোয়ার হোসেন পেশায় একজন শ্রমিক ছিলেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সারে ৬ টার দিকে স্থানীয়রা পুকুর থেকে লাশটি উদ্ধার করে।

এলাকা বাসি সূত্রে জানা যায়, কালাই উপজেলার পুনট পূর্বপাড়া এলাকার নাসির উদ্দিনের ইজারাকৃত পুকুরে সাধারণ মানুষ আজ সকালে মাছ শিকার করেন।তার সাথে মোনোয়ার হোসেন ও মাছ মারতে যায়। সকলে মাছ মেরে উঠে আসলেও মোনোয়ার হোসেন বড় মাছ পাওয়ার আসায় পুকুরে থেকে যায়।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও মোনোয়ার বাসায় না আসায় তার পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন এক পর্যায়ে পুকুরের পাড়ে থাকা বাঁশ ছাড়ের নিচে অর্ধ ডুবন্ত অবস্থায় কিছু ভাসতে দেখা গেলে এলাকা বাসি উদ্ধার করে মোনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পান।

এলাকাবাসী আরোও জানান, মৃত মোনোয়ার হোসেনের মানসিক সমস্যা ছিলো।

বিষয়টি নিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই, সেখানে গ্রামবাসী লাশটি উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং গ্রামবাসী লাশটি পোষ্টমটাম করতে আপত্তি থাকায় পরিবারের লিখিত মুচলেখার ভিত্তিতে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow