৮ বলে হ্যাটট্রিকসহ ৫ উইকেট, ১৭ বছরের ইংলিশ স্পিনারের বিশ্বরেকর্ড

অল্প বয়সে ক্রিকেট মাঠে বল হাতে একের পর এক কীর্তি গড়েই চলেছেন ফারহান আহমেদ। গত বছর প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দেওয়া ইংলিশ স্পিনার এবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে শুক্রবার নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন ফারহান। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই অফ স্পিনার।
ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ তিন বলে লুক উড, টম অ্যাস্পিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন ফারহান।
১৭ বছর ১৪৭ দিন বয়সে এই স্বাদ পেয়ে ফারহান এখন পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার, আর এই সংস্করণে পাঁচ উইকেট নেওয়া অষ্টম সর্বকনিষ্ঠ ক্রিকেটার।
সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তি সিয়েরা লিওনের জর্জ সেসের। ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বতসোয়ানার বিপক্ষে এই পেসার হ্যাটট্রিক করেন ১৭ বছর ৩ দিন বয়সে। ফারহানের মতো তিনিও ইনিংসের শেষ তিন বলে নেন তিন উইকেট।
আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে ২০ বছর বয়সের নিচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন কেবল পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন। ২০১৯ সালের অক্টোবরে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন তিনি ১৯ বছর ১৮৩ দিন বয়সে।
ফারহান ও সেসে ছাড়া বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে হ্যাটট্রিক করতে পেরেছেন কেবল আর একজন। ২০১৯-২০ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ১৭ বছর ৩০৪ দিন বয়সে এই স্বাদ পান আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, যিনি মূলত ওপেনিং ব্যাটসম্যান।
ফারহান এই স্বাদ পেলেন ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে। পাঁচ উইকেটও পেলেন তিনি প্রথমবার। এবারের ভাইটালিটি ব্লাস্ট দিয়েই বিশ ওভারের ক্রিকেটে অভিষেক হয় তার।
প্রথম পাঁচ ম্যাচে তার উইকেট ছিল কেবল তিনটি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের আগে, পরপর দুই ম্যাচে খরুচে বোলিংয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। এবার সেটা পুষিয়ে দিলেন দারুণভাবে।
আসরে তার দলের শেষ ম্যাচ ছিল এটি। এ দিন ল্যাঙ্কাশায়ারকে ১২৬ রানে গুটিয়ে ৪ উইকেটে জিতলেও, নটিংহ্যামশায়ারের কোয়ার্টার-ফাইনালে ওঠার জন্য তা যথেষ্ট ছিল না।
ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলা ২০ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদের ভাই ফারহান। গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচে ১০ উইকেট নিয়ে দেড়শ বছর পুরোনো এক রেকর্ড ভেঙে দেন তিনি।
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ফারহান (১৬ বছর ১৮৯ দিন)। তিনি পেছনে ফেলে দেন ক্রিকেটের ‘অমর বুড়ো’ খ্যাত ডব্লিউ জি গ্রেসের রেকর্ড (১৬ বছর ৩৩৯ দিন)।
ট্রেন্ট ব্রিজের ওই ম্যাচে ফারহান রেকর্ড গড়েন আরও দুটি। ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। পরে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। প্রথম ইনিংসে তার উইকেট ছিল ৭টি।
এবার টি-টোয়েন্টির এই কীর্তি। যেভাবে এগিয়ে চলেছেন ফারহান, তার জন্য জাতীয় দলের দরজা খুলতে হয়তো বেশি সময় লাগবে না।
What's Your Reaction?






