৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান

আগামী ৫ আগস্ট (সোমবার) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে সারাদেশে ব্যাংকসহ সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনটি সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব ফাইন্যান্স কোম্পানি ওইদিন ছুটির আওতায় থাকবে। এর আগে ১৭ জুলাই তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটির নির্দেশনা দেওয়া হয়।
গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দিনটিতে সরকারি-বেসরকারি সব অফিস, তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ছুটির দিনটিকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এবং আর্থিক লেনদেনের পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটে। ওইদিন জনগণের গণজাগরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও দমন-পীড়নের অবসান ঘটে। ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে বিদায় নেয় তৎকালীন সরকার এবং দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়।
What's Your Reaction?






