কুষ্টিয়ার বারো শরিফ দরবারের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Aug 6, 2025 - 23:46
 0  1
কুষ্টিয়ার বারো শরিফ দরবারের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার বারো শরিফ দরবারের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে কুষ্টিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দরবারের পাশে একটি খোলা জায়গায় পড়ে থাকা নারীর নিথর দেহ দেখতে পান তাঁরা। তাৎক্ষণিকভাবে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে এবং এলাকা ঘিরে ফেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘‘সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপে আমাদের মূল কাজ হচ্ছে নিহতের পরিচয় শনাক্ত করা।’’

পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত করতে পাশ্ববর্তী এলাকা এবং থানা-পুলিশের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অজ্ঞাত এই নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্য এবং আতঙ্ক বিরাজ করছে। জনবহুল ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানের পাশে এ ধরনের ঘটনা সবাইকে বিচলিত করেছে।

পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। ইতোমধ্যে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow