শিক্ষক-কর্মচারীদের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Aug 29, 2025 - 18:20
 0  3
শিক্ষক-কর্মচারীদের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রতীকী ছবি

জসিম উদ্দিন, মোংলা

বাগেরহাটের মোরেলগঞ্জ শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক বাগেরহাট। বুধবার (২৭ আগস্ট) রাতে দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ রাসেল রনি দুদক জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ লিঃ (কালব), মোরেলগঞ্জ উপজেলা শাখার উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ ফরিদ উদ্দিন (৩৩), কর্মকর্তা শেখ নজরুল ইসলাম, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মঈনুদ্দিন হিরু, আবুল কালাম আজাদ মল্লিক। রূপালী ব্যাংক পিএলসি, বারুইখালী শাখার সাবেক ব্যবস্থাপক জাহিদুর রহমান, নৃপেন কুমার পাল, মোঃ মকলুকার রহমান, একই শাখার জুনিয়র অফিসার মোঃ আজম শেখ, ক্যাশিয়ার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ তালুকদার, ২য় অফিসার আদিত্য কুমার মণ্ডল, অফিসার ও ২য় কর্মকর্তা সুজন কুমার সুতার।

মামলার বিবরনীতে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব লঙ্ঘন করে ২০১৭ সালের ২১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর  ১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাত করেছে।

অপরাধীরা সদস্যদের নামে ভুয়া ঋণ আবেদন তৈরি, আবেদনপত্রে কাগজপত্র সংযুক্তকরণ, রেজুলেশনে বোর্ডের চেয়ারম্যান ও সেক্রেটারিসহ অন্যান্য সদস্যদের ভুয়া স্বাক্ষর প্রদানের মাধ্যমে উক্ত ঋণ আবেদন মঞ্জুর করতঃ রূপালী ব্যাংক পিএলসি, বারইখালী শাখা, মোরেলগঞ্জ, বাগেরহাটে উক্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের চেকে ভুয়া স্বাক্ষর করে টাকা আত্মসাত করেছে। যা পেনাল কোড ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক সূত্রে জানাযায়, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর অধীন একাধিক প্রতিষ্ঠানের মধ্যে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মোরেলগঞ্জ টিসিইউ) একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের সদস্যদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ০৬ সদস্যের সমন্বয়ে একটি রেজুলেশন বোর্ড রয়েছে। রেজুলেশন বোর্ডের সদস্যদের মূল কাজ উক্ত প্রতিষ্ঠানের সদস্যদের অনুমোদন, সদস্যদের ঋণ আবেদনপত্র যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া এবং ঋণ বিতরনের টাকা যথানিয়মে আদায় সংক্রান্তে তদারকী করা। রূপালী ব্যাংক পিএলসি, বারইখালী শাখা, মোরেলগঞ্জ, বাগেরহাটে উক্ত প্রতিষ্ঠানের হিসাব নং-৩০৩৮০২৪০০০০১৩ (এসটিডি-১৩) রয়েছে। উক্ত হিসাবটি রেজুলেশন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম হাওলাদার, রেজুলেশন বোর্ডের সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আসামী মোঃ ফরিদ উদ্দিন এই ৩ (তিন) জনের চেকে স্বাক্ষরের মাধ্যমে ঘটনার সময় টাকা উত্তোলনসহ হিসাবটি পরিচালিত হয়ে আসছিল। ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে আসামী মোঃ ফরিদ উদ্দিন উক্ত প্রতিষ্ঠানের হিসাবের চেক বহি, উক্ত প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহীতাদের বেতনের মূল ব্যাংক চেক বইসহ প্রতিষ্ঠানের সকল রেজিস্টার সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।ফরিদ ও অন্যান্য আসামীরা যোগসাজগে এই টাকা আত্মসাত করেছেন।

দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ রাসেল রনি বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে মামলাটি করা হয়েছে। মামলার এজাহার আদালতে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow