গণঅধিকারের রাশেদের মনোনয়নে বিএনপিতে ক্ষোভ, কান ধরে দল ত্যাগের ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ মনোনয়নের প্রতিবাদ জানিয়ে মো. ফরহাদ হোসেন নামের এক যুবদল কর্মী কান ধরে বিএনপি ত্যাগ করার ঘোষণা দেন।
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ফরহাদের এ ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফরহাদ শহরের পৌর এলাকার ফয়লা গ্রামের বাসিন্দা। যোগাযোগ করা হলে ফরহাদ সমকালকে বলেন, ‘আমি ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শের কাণ্ডারি। ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনে ফিরোজ ও হামিদের হয়ে বিএনপি করতাম। আসনে এই দুজনের কাউকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করলাম। রাজনীতি আর করব না।’
ফরহাদের ভাষ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী না দিলে এ আসন টিকবে না (জোটের প্রার্থী জয়ী হতে পারবে না)।
জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন বিএনপির তিন নেতা। আজ মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে এ আসনটিতে গণঅধিকার পরিষদের রাশেদ খানের নাম ঘোষণা করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
এছাড়া প্রতিবাদ সমাবেশ করেন আরেক মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ অনুসারীরা।
What's Your Reaction?

