কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুদিবস পালিত হয়েছে। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধায় এ উপলক্ষে কটিয়াদী নজরুল একাডেমির কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
কটিয়াদী নজরুল একাডেমির সাঃ সম্পাদক মোঃ আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী নজরুল একাডেমির উপদেষ্ঠা অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান,অধ্যক্ষ একে এম ফজলুল হক জোয়ারদার।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী নজরুল একাডেমীর সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান বাচ্চু,সহ সভাপতি বাবু মধুসূদন সাহা,সাজেদুর রহমান সেলিম, আসাদুজ্জামান আসাদ,কবি শেখ নজরুল ইসলাম,সাংগঠনিক রফিকুল ইসলাম শাহীনসহ কটিয়াদী নজরুল একাডেমির সকল সদস্যবৃন্দ,সাংবাদিক ও সর্বস্তরের মানুষ। পরে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
What's Your Reaction?






